লাইপজিগকে তেমন কোনো সুযোগই দেয়নি ম্যান সিটি। ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফেলেন আরলিং হালান্ড। তিনি প্রথম গোলটি পান ২২ মিনিটে পেনাল্টি থেকে। ২৪ মিনিটে ব্যবধান করেন দ্বিগুণ। আর প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন নরওয়ের তারকা ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিট) ব্যবধান ৪-০ করে ফেলেন গুনদোয়ান। ৫৩ আর ৫৭ মিনিটে হালান্ডের আরও দুই গোল। নির্ধারিত সময় শেষ হওয়ার পর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে লাইপজিগের কফিনে শেষ পেরেকটি ঠুকেন কেভিন ডি ব্রুইন।
শেষ ষোলোর আরেক ম্যাচে পোর্তোর মাঠে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলান। তবে প্রথম লেগে ১-০ গোলে জেতায় শেষ আটের টিকেট পেয়েছে ইতালিয়ান দলটি।