নিহতরা হলেন, আসলাম সানী ও তার ছোট ভাই শফিকুল ইসলাম রনি। আরেক ভাই রফিকুল চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর এ ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে দুপুর আড়াইটার দিকে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ দুপুরে তাদের বাসার সামনে ময়লার ড্রেনের সংস্কার করাকে কেন্দ্র তাদের চাচা মহিউদ্দিন ও তার ছেলে মোস্তফাসহ আরও আসলাম ও শফিকুলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে মৃত সানাউল্লাহর তিন ছেলে গুরুতর আহত হয়। আসলাম, শফিকুল ও রফিকুলকে উদ্ধার করে স্থানীয়রা দুপুরে ঢামেক হাসপাতালে ভর্তি করেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসলাম ও শফিকুলের মৃত্যু হয়।
এদিকে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।