সাবরমতী আশ্রমে কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি পৌঁছান রাজভবনে, অংশ নেন রঙের উৎসবে। বৃহস্পতিবার সকালে মোতেরা স্টেডিয়ামে কিছুক্ষণ ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেটে ম্যাচ দেখে মুম্বাইয়ে বাণিজ্য বৈঠকে যোগ দেওয়ার কথা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। এরপর রাতে নয়াদিল্লি পৌঁছাবেন তিনি।
দীর্ঘ ছ’বছর পর অস্ট্রেলিয়ার কোনও প্রধানমন্ত্রী ভারত সফরে এলেন। ভারতে আসার আগেই আলবানিজ এই সফরকে ‘গুরুত্বপূর্ণ’ বলে চিহ্নিত করে জানিয়েছিলেন, “ভারতে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে যাচ্ছি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর হতে চলেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে, সাম্প্রতিক অস্ট্রেলিয়া-ভারত অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তির মাধ্যমে মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে আলোচনা করতে অস্ট্রেলিয়ার ব্যবসায়িক প্রতিনিধিদল মুম্বাইতে অস্ট্রেলিয়া-ভারত সিইও ফোরামে অংশগ্রহণ করবে।
যা বর্তমানে কোভিড এবং যুদ্ধ-পরবর্তী বেহাল অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। আলবানিজের সঙ্গে থাকছেন বাণিজ্য ও পর্যটনমন্ত্রী ডন ফারেল, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদলের সদস্যরা।