নিহতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ও গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার ওঝাড়পাড়া এলাকার আমির উদ্দিন মোল্লার ছেলে জসিম উদ্দিন মোল্লা। নিহতরা পিক আপটির চালক ও হেলপার বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, মুরগিবাহী পিক আপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।