<h3><strong>আলোরধারা ডেস্কঃ</strong></h3> <h3><a href="https://alordhara24.com/?p=46803&preview=true"><strong>নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাকে আটক করেছে শিবপুর থানা পুলিশ।</strong></a> বুধবার উপজেলার পুবেরগাঁয়ে তার ড্রাগন বাগান থেকে থানা পুলিশ তাকে আটক করে নরসিংদী ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যায়।</h3> <h3><img class="alignnone wp-image-46805" src="https://alordhara24.com/wp-content/uploads/3-39-300x166.jpg" alt="শিবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক" width="714" height="395" /></h3> <h3><a href="http://alordhara tv">ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুুর থানা পুলিশ। পুলিশ জানায়,</a> নরসিংদী-৩ (শিবপুর) থেকে নির্বাচিত সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহনের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তাকে আটক করা হয়েছে।</h3> <h3>আরিফুল ইসলাম মৃধা আবদুল মান্নান ভুইঁয়া পরিষদের সদস্য সচিব ও উপেজলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত কয়েক বছর ধরে তিনি রাজনীতিতে একেবারে নিষ্ক্রিয় ছিলেন।</h3>