আলোরধারা ডেস্ক:
ভারতীয় সিনেমা মুক্তি পাবার প্রসঙ্গ। শর্ত আরোপ করে দেশীয় সিনেমার স্বার্থ / ইন্ড্রাস্ট্রি রক্ষা করতে হবে। দাবিটা খুব সহজ। বাংলাদেশি সিনেমার শো ভারতীয় সিনেমার চেয়ে বেশি হতে হবে।
মাল্টিপ্লেক্সে ৬০ ভাগ, মানে ভারতীয় সিনেমার ৪টা শো থাকলে আমাদের ৬টা আর সিঙ্গেল স্ক্রিনে ৫০ ভাগ মানে ৪টা শোর ভেতর ২টা শো আমাদের দেশের সিনেমার হতে হবে। সিঙ্গেল স্ক্রিনে ৪টা শোই একই সিনেমার হতে হবে এমন কোনো কথা নেই। ভারতেও তা হয় না। কলকাতার প্রিয়া আর নাভিনা খোঁজ নিলেই জানবেন। সেই সাথে দুই ঈদ আর পূজার তিন সপ্তাহ ভারতীয় সিনেমা আসবে না।