লিভারপুলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের ৭ গোল হজম করাকে ব্যাখা করা কঠিন। কিছুদিন আগেই লিগ কাপ জিতেছে যে দল, ক্লাবের সোনালি সময় ফেরানোর বাজি ধরা হচ্ছিল যে দলকে নিয়ে, সেই দলকে হঠাৎ করে অচেনা লাগছে স্বয়ং কোচ এরিক টেন হাগের কাছেও।
গত এপ্রিলেও ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল। কিন্তু এবার সেই ম্যাচকে তো বটেই, ছাড়িয়ে গেছে সুদূর অতীতের অনেক ম্যাচকেও। সবশেষ সেই ১৯৩১ সালে ইউনাইটেডের জালে ৭ গোল দিয়েছিল উলভারহ্যাম্পটন।
অথচ এই ম্যাচের আগে ইউনাইটেডে ছিল সুদিনের সুবাতাস। ২০১৭ সালের পর প্রথমবার ট্রফি জয় করে তারা লিগ কাপ জিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত ছিল টানা ১১ ম্যাচে। এই ম্যাচেও তারাই ছিল ফেভারিট। কিন্তু মাঠে বদলে গেল সব চিত্র। ম্যাচের পর কোচ এরিক টেন হাগ বললেন, মাঠে কিছুই ঠিকঠাক করতে পারেনি তার দল।
এরকম গোল বন্যার কোনোরকম আভাস প্রথমার্ধে ছিল না। ৪৩ মিনিটে প্রথম গোলটি হয় ম্যাচে, লিভারপুল এগিয়ে ছিল ওই এক গোলেই। দ্বিতীয়ার্ধেই শুরুর দিকেই দ্রুত দু’টি গোল করে লিভারপুল। এরপর জোয়ারের মতো আসতে থাকে গোল আর গোল। এভাবে লড়াই না করে হাল ছেড়ে দেওয়া মানতেই পারছেন না টেন হাগ।