উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ৯ নম্বর ক্যাম্পে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে পেছনে হাত বাঁধা, মুখে রশি দিয়ে আটকানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তার বাম পায়ে কোপানোর ক্ষত রয়েছে।
তিনি জানান, দুষ্কৃতকারীরা বুধবার বিকালে তাকে অপহরণ করে ৯ নম্বর ক্যাম্পে নিয়ে যায় এবং সেখানে তাকে খুন করে।