<h2><strong>আলোরধারা ডেস্ক:</strong></h2> <h2><a href="https://alordhara24.com/?p=45973&preview=true">বিদ্যুৎ ক্ষেত্র লক্ষ্য করে বৃহস্পতিবার রাশিয়ার চালানো হামলায় ইউক্রেনের অনেক এলাকার মানুষদের থাকতে হচ্ছে অন্ধকারে।</a></h2> <h2>ইউক্রেনের রাজধানী কিয়েভ, অন্যতম শহর খারকিভ ও ওডেসায় রাশিয়া হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।</h2> <h2>কিয়েভের মেয়র ভিতালি ক্লিতশকো জানিয়েছেন, শহরের দক্ষিণ দিকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রাজধানীর ১৫ শতাংশ বাড়ি বিদ্যুতহীন রয়েছে।</h2> <img class="alignnone wp-image-45975" src="https://alordhara24.com/wp-content/uploads/10101ghjghj2222-300x180.jpg" alt="" width="610" height="366" /> <h2><a href="https://www.bd-pratidin.com/international-news/2023/03/09/865754">ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ডিটিইকে’র কিয়েভ শাখা জানিয়েছে, রাশিয়ার হামলায় অনেক এলাকায় বিদ্যুৎ নেই।</a></h2> <h2>খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, ওই এলাকায় ১৫টি হামলার ঘটনা ঘটেছে। সেখানে বেশকিছু এলাকা বিদ্যুৎ নেই।</h2>