নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে রোববার অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শুক্কুর আলী (৪১)। সে রূপগঞ্জের বরপার আলী আকবরের ছেলে।
র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে। আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।