<h3><strong>আলোরধারা ডেস্ক:</strong></h3> <h3><strong>চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের নাগদা এলাকা থেকে অজ্ঞাত (৩০) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। </strong></h3> <h3>মঙ্গলবার সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টার সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।</h3> <h3><a href="https://www.bd-pratidin.com/national/2023/02/28/863039">ইউপি সদস্য খোকন দেওয়ান জানান, তার পরণে লুঙ্গি ও গেঞ্জি ছিল। শরীরে কাঠের গুড়া, শরীরের নিচের অংশ খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।</a></h3> <h3>ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।</h3> <h3>মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।</h3> <h3>ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়। তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।</h3>