এবার ভোজপুরি গানের নৃত্যে ভক্তদের মাতালেন বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক কার্তিক আরিয়ান। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যাচ্ছে, এক আত্মীয়ের বিয়েতে ভোজপুরি গানে জমিয়ে নাচছেন কার্তিক আরিয়ান। তার পরনে ছিল জামা, পায়জামা ও ব্লেজার। বোনের সঙ্গে কার্তিক আরিয়ানের ভোজপুরি গানের নাচ মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
কিছুদিন আগে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠান দারুণভাবে উপভোগ করছেন কার্তিক আরিয়ান
‘শেহজাদা’ কার্তিক আরিয়ানের অন্য সিনেমাগুলোর মতো সাফল্য পায়নি বক্স অফিসে। তার অন্যান্য সিনেমা যেমন ‘ভুলভুলাইয়া-২’ মুক্তি পেয়েছিল গত বছর। সিনেমাটি দারুণ ব্যবসা করে। খুব সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল। কিন্তু ‘শেহজাদা’ দর্শকদের মাঝে সাড়া ফেলতে পারেনি।
জানা গেছে, এই সিনেমাটি ওটিটিতে মাত্র ৪০ কোটি টাকায় বিক্রি হয়েছে। তবে কার্তিক আরিয়ান সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী ছিলেন।