ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘চিফ অব স্টাফকে আমি উপযুক্ত বাহিনী খোঁজার কথা বলেছি যারা বাখমুতে থাকা সেনাদের সহায়তা করতে পারবে। ইউক্রেনের কোনো অংশই ছাড়া যাবে না। ইউক্রেনের প্রত্যেকটি পরিখা আমাদের সেনাদের প্রতিরোধ এবং বীরত্ব প্রদর্শনের জন্য মূল্যবান হবে।’ বাখমুত থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে এটা ‘গুজব’ বলেও জানান তিনি।