ফতুল্লার বক্তাবলীতে বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে লামিয়া (১৬) নামের দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
গত ১ মার্চ দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় শুক্রবার রাতে মোহনসহ দুই বখাটের নাম উল্লেখ করে নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামো দায়ের করেন।
ঘটনার ৩দিন পর মৃত্যুর বিষয়টি জানাযানি হলে এলাকাবাসী মাঝে আলোচনা সমালোচনা ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ লামিয়ার বাড়ি পরিদর্শন করে শোকাহত পরিবারকে শান্ত দেন।
লামিয়ার বাবা আঃ রহিম বলেন, আমার মেয়ে বখাটেদের শ্লীলতাহানি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি বখাটেদের বিচার চাই।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, ঘটনাটি দুঃখজনক। দ্রুত পুলিশী সেবা পেতে সরকার ৯৯৯ চালু করেছে। যেকোন স্থানে বিপদে পড়ে মোবাইলে অথবা টেলিফোনে ৯৯৯ উঠিয়ে ফোন করে সমস্যা জানিয়ে সহযোগিতা পাবে যেকেউ। আঃ রহিম অথবা তার স্ত্রী কিংবা তার মেয়ে ফোন করে সহযোগীতা চায়নি। আমরা চেষ্টা করছি বখাটেদের গ্রেফতার করার। এঘটনায় মামলা হয়েছে।