মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।এই ধরনের সাবমেরিন যুক্তরাজ্যের নকশা আর মার্কিন প্রযুক্তিতে তৈরি করা হবে।
২০২১ সালে প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তি ঘোষণা করা হয়। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া একে অপরকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নসহ নানা বিষয়ে সহযোগিতা করার কথা।
২০৩০ সালের শুরুর দিকে অস্ট্রেলিয়া তিনটি ভার্জিনিয়া-ক্লাস সাবমেরিন কিনবে। এছাড়াও আরও দুইটি সাবমেরিন কেনার অপশনও থাকবে। পরমাণু চালিত এই সাবমেরিনগুলো দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারবে এবং এদের সহজে সনাক্তও করা যাবে না।