স্থানীয় সূত্র জানায়, সাতদিনের ছুটিতে বাড়ি আসেন আনোয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হন। রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল-আকসা মসজিদের সামনের সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।