এ শোভাযাত্রায় বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) শেরপুর জেলা শাখার সভাপতি সুনীল রবিদাস, সাধারণ সম্পাদক মিলন রাম রবিদাস, নকলা উপজেলার শাখার সভাপতি কালু রাম রবিদাস, সস্পাদক জীতেন রবিদাস, সাংগঠনিক সম্পাদক নন্দু রবিদাস, ঋষি রবিদাস,দলীত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন রবিদাস ও রাজন রবিদাসসহ অন্যান্য সদস্যরা অংশ গ্রহন করেন।