<h2><strong>আলোরধারা ডেস্ক:</strong></h2> <h2><a href="https://alordhara24.com/?p=46406&preview=true">ফরিদপুরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।</a> সোমবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।</h2> <img class="alignnone wp-image-46413" src="https://alordhara24.com/wp-content/uploads/65654kjfgj3243241-hffytf-300x180.jpg" alt="" width="717" height="430" /> <h2><a href="https://www.bd-pratidin.com/country/2023/03/13/867000">জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক, অতিরিক্ত পুলিশ সুপা</a>র শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, প্রফেসর মো. শাহজাহান, এনজিও ব্যক্তিত্ব মো. আজহারুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।</h2> <h2>জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় ফরিদপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।</h2>