জীবনসঙ্গী হিসেবে জামিল আলেক্সান্ডার থেরমিউতিস নামের এক ধনকুবেরকে পছন্দ করেছেন মধ্যপ্রাচ্যের এই রাজকন্যা।
জামিল আলেক্সান্ডার অবশ্য রাজ পরিবারের সদস্য নন। এমনকি তিনি অনারব। ১৯৯৪ সালে তার জন্ম। জামিল লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাতে গ্রিক বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান। লেখাপড়া করেছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই করছেন ব্যবসা।