চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জাকিয়া খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি গত বৃহস্পতিবার (২রা মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় উপজেলার চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের আন্ধারমুহা বাজারে ঘটেছে।
জাকিয়া খাতুন (৩৫) উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি বাজার সংলগ্ন চেমাপাড়ার আনোয়ার হোসেন এর স্ত্রী। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, জাকিয়া খাতুন (৩৫) ও তার স্বামী আনোয়ার হোসেন বিন্যাকুড়ি বাজার হইতে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য সাইকেল যোগে চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচন অফিস যাওয়ার পথে আন্ধারমুহা বাজারে পৌঁছালে পিছনদিক থেকে আসা একটি ইট বোঝাই দ্রুতগতির ট্রাক্টর রাস্তার পার্শ্বে থাকা একটি ভ্যান, একটি মটরসাইকেল এবং সাইকেল আরোহীকে চাপা দিলে জাকিয়া খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়।