গত ১৯ ফেব্রুয়ারি ইনজুরিতে পড়েন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ওই ইনজুরিতে তার চলতি মৌসুম শেষ হয়ে গেছে।
পিএসজি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে যে, গোড়ালির ইনজুরিতে পড়ায় তার অস্ত্রোপচার করাতে হবে। এরপর দলীয় অনুশীলনে ফিরতে তার তিন মাসের মতো সময় লাগবে। মাঠে ফিরতে সময় লাগতে পারে চার মাস।
উল্লেখ্য, চলতি লিগ ওয়ানের মৌসুম শেষ হবে ৩ জুন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুন। এতে নেইমারের ফেরার চার মাস সময় চলতি মৌসুমে তার মাঠে নামার সম্ভাবনা নেই।