<h3><strong>আলোরধারা ডেস্কঃ</strong></h3> <h3><a href="http://আবারও ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে আক্রান্ত হয়েছে খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন ও অবকাঠামো।">আবারও ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে আক্রান্ত হয়েছে খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন ও অবকাঠামো।</a></h3> <h3>বৃহস্পতিবার সকালে ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।</h3> <h3>প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে যে, হামলার কারণে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।</h3> <h3><img class="alignnone wp-image-45959" src="https://alordhara24.com/wp-content/uploads/6-29-300x169.jpg" alt="ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা" width="646" height="364" /></h3> <h3><a href="https://www.bd-pratidin.com/international-news/2023/03/09/865730">ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বন্দর নগরী ওডেসার একটি বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হয়েছে। গভর্নর ম্যাকসিম মার্চেনকো জানান, হামলায় নগরীটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।</a></h3> <h3>আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, জানান ওই গভর্নর।</h3> <h3>খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানান, প্রায় ১৫টি হামলা রয়েছে। যার মধ্যে ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ও একটি আবাসিক ভবন রয়েছে।</h3> <h3>পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো এবং অন্যান্য অঞ্চল থেকেও হামলার খবর পাওয়া গেছে।</h3>