<h2><strong>আলোরধারা ডেস্ক:</strong></h2> <h2><a href="https://alordhara24.com/ইংলিশ-প্রিমিয়ার-লিগে-আট">ইংলিশ প্রিমিয়ার লিগে আট বছর পর ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করেছে ইউর্গেন ক্লপের লিভারপুল।</a></h2> <img class="alignnone wp-image-45015" src="https://alordhara24.com/wp-content/uploads/665555555KJGHG-copy.jpg2222-300x180.jpg" alt="" width="627" height="376" /> <h2>খেলার বেশিরভাগ সময়ই বল দখলে রাখে লিভারপুল। গোলমুখে ৪টি শট নিয়ে লক্ষ্যভেদ করতে পারেনি অলরেডরা। তাই আট বছর পর প্যালেসের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে হয় তাদের। এই ড্রয়ের পর ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সাতে আছে ক্লপের দল।</h2> <h2><a href="https://www.bd-pratidin.com/sports/2023/02/26/862273">অন্যদিকে এফসি বোর্নমাউথকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।</a> ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। গতকাল লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করে গানাররা।</h2>