মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
এসময় তাকে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগ থেকে পত্রিকা মোড়ানো অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একইদিন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। একইবছর ৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামিনে গিয়ে অস্ত্র মামলার আসামি পলাতক রয়েছে।